খেলাধুলা

সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে যা বললেন হৃদয়

স্পোর্টস ডেস্ক

গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে তাওহিদ হৃদয় ছবি: মোশারফ ভুবন

ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে রোববার (৬ অক্টোবর) থেকে। অবসরের সিদ্ধান্ত নেয়া সাকিব আল হাসান স্বাভাবিকভাবেই খেলছেন না এই সিরিজ। সাকিবকে মিস করবে বাংলাদেশ। সেই কথা জানিয়েছেন ব্যাটার তাওহিদ হৃদয়, তবে সাকিবের এই শূন্যতা পূরণ করে ফেলবে দল- সেই আশাবাদ রাখলেন তিনি।   

গোয়ালিয়রে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে সাকিব প্রসঙ্গে হৃদয় বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।'

রোববার বাংলাদেশ ও ভারতের ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হবে।

এর আগে কানপুর টেস্টের আগে টি-টোয়েন্টি ও টেস্ট সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চান তিনি। তবে শেষ টি-টোয়েন্টি ম্যাচ সবশেষ বিশ্বকাপে আফগানিস্তানের সাথেই খেলেছেন তিনি।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন সংবাদ | সম্মেলনে | সাকিব | প্রসঙ্গে | হৃদয়