গোয়ালিয়রে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ। রোববার (৬ অক্টোবর) প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এরমধ্যে জানিয়েছেম ২ হাজার ৫০০ এর বেশি পুলিশ ম্যাচের দিন মোতায়েন থাকবে স্টেডিয়াম ও এর আশপাশের এলাকা জুড়ে।
ভারতের হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা এই সিরিজ ঘিরে নানারকম হুমকি দিয়ে যাচ্ছিল। বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দিন ‘গোয়ালিয়র বন্ধ’ কর্মসূচি দিয়েছিল এই সংগঠনটি। এর আগে কানপুর টেস্টের আগেও হুমকি দেয় তারা। যদিও সেই টেস্ট ম্যাচটিতে নিরাপত্তার কোনো সমস্যা হয়নি।
অখিল ভারত হিন্দু মহাসভা এসব হুমকির কারণ হিসেবে উল্লেখ করেছে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার হয়েছে, হিন্দু ঘর-বাড়ির ওপর হামলা হয়েছে, তাদের মন্দির ভাঙা হয়েছে। এরই প্রেক্ষিতে হিন্দুত্ববাদী এই সংগঠনটি ভারতে বাংলাদেশ দলের আগমন মানতে পারছে না।
রোববার বাংলাদেশ ও ভারতের ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হবে।
এম এইচ//