রাজধানীর খিলগাঁও ও পল্টন থানায় দায়েরকৃত সব মামলায় জামিন পেয়েছেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এর মধ্যে খিলগাও থানায় দু'টি হত্যা ও অন্য দু'টি হত্যাচেষ্টার মামলা রয়েছে। এছাড়া পল্টন থানায় রয়েছে দুটি হত্যা মামলা।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এ জামিন আবেদন মঞ্জুর করেন।
জানা যায়, ৫ হাজার টাকা বন্ডে এসব মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন।
গতকাল সোমবার তাকে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলার শুনানির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সেখানে তার ওপর পচা ডিম নিক্ষেপ করার ঘটনা ঘটে। এছাড়া, আদালতে পুলিশের প্রটোকল ভেঙে তার ওপর হামলাও করা হয়।
গত ৬ অক্টোবর বিকেলে ডিবির একটি টিম সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
আই/এ