বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ক্লাপস এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। পরিবেশবান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি লাইটের মান প্রণয়ন এবং উন্নত পরীক্ষণ যন্ত্রপাতি প্রদান বিষয়ে এ সমঝোতা স্মারক সই হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিএসটিআই এর সম্পাদক মঈনুদ্দীন মিয়া গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, বিএসটিআই’র পক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম এবং ক্লাপস এর পক্ষে সিনিয়র এসোসিয়েটস আসিফ হাসান এই সমঝোতা স্মারকে সই করেন।
বিএসটিআই মহাপরিচালক বলেন, দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির জন্য পণ্যের সামঞ্জস্য নিশ্চিত করতে এর মান বারবার আপডেটের প্রয়োজন হয়। এ সমঝোতার ফলে কারিগরি সহযোগিতায় জাতীয় মান উন্নয়নে বিএসটিআই-এর প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে এবং ইইউ, এশিয়া এবং অন্যান্য প্রতিযোগিতামূলক দেশগুলির সাথে সামঞ্জস্য রেখে বিএসটিআই-এর বিদ্যমান পরীক্ষার সুবিধাগুলিকে বৃদ্ধি করবে।
প্রসঙ্গত, এসময় বিএসটিআই এবং ক্লাপস এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আই/এ