মেট্রোরেলের বন্ধ থাকা মিরপুর ১০ স্টেশন অক্টোবর মাসেই চালু হতে পারে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (৮ অক্টোবর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গণমাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, কাজীপাড়া স্টেশনটি সীমিত পরিসরে চালু হয়েছে। মিরপুর ১০ নম্বর স্টেশন চালুর কাজও শেষের দিকে। ১০ অক্টোবর প্রস্তুতিমূলকভাবে স্টেশনের কার্যক্রম চালু হতে পারে। আর এ মাসেই পুরোদমে স্টেশনটি চালু হতে পারে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সবকিছু জানানোর পরই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, স্টেশনের ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলোর বেশিরভাগ বিকল্প হিসেবে তুলনামূলকভাবে কম ব্যবহৃত দুই স্টেশন এবং মেট্রোরেল প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি প্রতিস্থাপনের জন্য বিজয় সরণি ও উত্তরা দক্ষিণ স্টেশন থেকে কিছু যন্ত্রপাতি আনা হয়েছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৮ ও ১৯ জুলাই মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি ক্ষতিগ্রস্ত হয়। ওই দুই স্টেশন চালু করতে তৎকালীন সরকার এক বছরের বেশি সময় লাগবে বলে জানিয়েছিল।
আই/এ