আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানকে কেন্দ্র করে নেয়া নিরাপত্তা কেউ ভঙ্গ করলেই তাদের ব্যবস্থা নেয়া হবে। বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুদ্ধিস্ট ফেডারেশনের নেতাদের সাথে আলোচনার পর সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য জেলার বিষয়টি আলোচনা হয়নি। তাদের ভেতরে কী আছে এখন পর্যন্ত জানি না। তাদের বিষয়টি আমাদের সঙ্গে আলোচনা হয়নি। পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সেখানে ভালো নিরাপত্তা আছে। যে নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা দেখেছেন কারা নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করে। আপনারা সেটা ভালোভাবে ফুটিয়ে তোলেন। আমরা সেটি টেকেল করার চেষ্টা করেছি। কিছু সংখ্যক লোক আছে, তাদের চেষ্টা থাকে সব সময় পরিস্থিতি যেন খারাপ থাকে।
এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের খারাপ পরিস্থিতি হয়েছে বলে জানা নেই জানিয়ে তিনি বলেন, কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সেটার প্রতিকারে ব্যবস্থা নেব।
এএম/