মুলতানে রানবন্যা বইয়ে দিচ্ছে ইংল্যান্ড। জো রুট ও হ্যারি ব্রুক দুজনেরই দ্বিশতক পূরণ হয়েছে, এখনো আছেন অপরাজিত। পাকিস্তান যে ৫৫৬ রান নিয়ে প্রথম ইনিংস শেষ করে- সেই ইনিংসের সঙ্গে পাল্লা দিয়ে যেন রান করে যাচ্ছে সফরকারী ইংলিশরা।
রুট ৩৬৮ বলে ২৫৯ রানে অপরাজিত আছেন, ব্রুক ২৫৭ বলে ২১৮ রানে অপরাজিত আছেন। ব্রুকের ইনিংসে এখন পর্যন্ত বাউন্ডারি সংখ্যা ১৭ টি, কোনো ওভার বাউন্ডারি নেই। ব্রুক ২০ টি বাউন্ডারি নিয়েছেন, যেখানে একটি আছেন বাউন্ডারি।
মুলতানে এখন মধ্যাহ্ন বিরতি চলছে। ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ৬৫৮ রানে অবস্থান করছে। এর আগে জ্যাক ক্রলি ৮৫ বলে ৭৮ রান ও বেন ডাকেট ৭৫ বলে ৮৪ রান করে বিদায় নেন।
এদিকে রুটের ব্যাটে আসা রানে তিনি গড়েছেন রেকর্ড। ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা রান স্কোরার এখন তিনি। ছাড়িয়ে গেছেন অ্যালিস্টার কুকের ১২ হাজার ৪৭২ রান। রুটের বর্তমান টেস্ট রান ১২ হাজার ৬৬১।
এম এইচ//