খেলাধুলা

বাংলা টাইগার্সের আইকন হলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্স এর প্রতিনিধিত্ব করবেন সাকিব আল হাসান। এর আগের আসরেও তিনি এই দলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সেবার চোটের কারণে খেলা হয়নি। ২০২৪-২৫ মৌসুমের জন্য আইকন হিসেবে সাকিবের সঙ্গে চুক্তি করেছে বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাকিবের সঙ্গে চুক্তির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেছে বাংলা টাইগার্স।

সবশেষ আসরে সাকিব বাংলা টাইগার্স দলে ছিলেন। তবে আঙ্গুলের চোতের কারণে সেবার খেলা হয়নি এই অলরাউন্ডারের। এবার সাকিবের খেলা নিয়ে আপাতত কোনো শঙ্কা বা আশঙ্কা নেই।

এরমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন সাকিব। দেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছেন বিশ্বকাপে, আফগানিস্তানের বিপক্ষে। আন্তর্জাতিক অঙ্গনে টি-টোয়েন্টি ম্যাচ না খেললেও, ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন, সে কথা জানান সাকিব।

টেস্ট সংস্করণ থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে সাদা পোশাক তুলে রাখার কথা রয়েছে তার।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন আবুধাবি টি-টেন | সাকিব আল হাসান