বিনোদন

ডোরেমন এর জনপ্রিয় কণ্ঠ নোবুয়ো ওইয়ামা আর নেই

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমন-এর কণ্ঠ অভিনেতা নোবুয়ো ওইয়ামা মৃত্যুবরণ করেছেন। ৯০ বছর বয়সে, বার্ধক্যজনিত কারণে গেলো ২৯ সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ এই তথ্যটি প্রকাশ করেছে এএফপি। ডোরেমনের এই প্রিয় কণ্ঠের অধিকারী ওইয়ামা ২০০৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর ডোরেমনের কণ্ঠ দিয়ে গেছেন

২২ শতকের একটি রোবট বিড়াল হিসেবে দেখানো হয়েছে ডোরেমনকে। তার কাছে একটি ‘জাদুর পকেট’ থাকে, যা থেকে সে বের করে আনতে পারে নানা গ্যাজেট। তার এই গ্যাজেটগুলোর মধ্যে একটি জনপ্রিয় ছিল ‘কোথাও দরজা’ যা দিয়ে পৃথিবীর যেকোনো স্থানে ভ্রমণ করা যায়

ওইয়ামার কণ্ঠেই ডোরেমন হয়ে উঠেছিল বিশ্বব্যাপী জনপ্রিয়, বিশেষ করে শিশুদের কাছে। যদিও পরবর্তীতে অন্য শিল্পীরা তার জায়গা নেন, তবুও ডোরেমনের মূল কণ্ঠ হিসেবে তাকে স্মরণ করা হয়। তার ট্যালেন্ট এজেন্সির মতে, তাঁর শেষকৃত্যে শুধুমাত্র পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন

এই বিখ্যাত অ্যানিমে সিরিজটি এখনো বিশ্বব্যাপী বিভিন্ন টিভি চ্যানেল ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে। ১৯৬৯ সালে ম্যাঙ্গা সিরিজ হিসেবে শুরু হওয়া ডোরেমন-এর গল্পে দেখা যায়, ডোরেমন অতীতে এসে নোবিতা নামে এক অলস স্কুলছেলেকে সাহায্য করে। নোবিতাকে নানা বিপদ থেকে রক্ষা করে, এবং তাঁর জীবন সহজতর করে তুলতে চিরস্থায়ী বন্ধু হয়ে ওঠে ডোরেমন

নোবুয়ো ওইয়ামা শুধু কণ্ঠশিল্পী ছিলেন না, তিনি একটি প্রজন্মের জন্য ডোরেমনের মাধ্যমে হাসি ও আনন্দের উৎস হয়ে উঠেছিলেন। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ডোরেমন