পর্যটন

চিরচেনা রুপে ফিরেছে কক্সবাজারের পর্যটন শিল্প

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

লাখো পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকতসহ জেলার বিভিন্ন পর্যটন স্পট দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিনে সকাল থেকেই পর্যটকে পূর্ণ হয়ে উঠেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ৪দিনের টানা ছুটির মধ্যেই চিরচেনা রুপে ফিরেছে কক্সবাজারের পর্যটন শিল্প। হোটেল, মোটেল ও রিসোর্ট সবগুলোই পর্যটকে পরিপূর্ণ।

শনিবার (১২ অক্টোবর) কক্সবাজারে আবাসিক হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বায়ান্ন টিভিকে এ তথ্য জানান।

জানা যায়, সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট এবং বালিয়াড়িতে ঘোরাঘুরি এবং কীটকটে বসে পরিবার পরিজন নিয়ে একান্ত সময় কাটাচ্ছেন পর্যটকরাকেউবা ঘোড়ায় চড়ে, ওয়াটার বাইকে করে সমুদ্রে বিচরণ করে নির্মল আনন্দে মেতে উঠে। সমুদ্রে নীল জলরাশিতে ঢেউয়ের তালে তালে গা ভাসিয়ে খুশিতে আত্মহারা পর্যটকরা।

এইবার টানা ছুটি উপলক্ষ্যে আগে থেকেই কক্সবাজারে আবাসিক হোটেলগেস্ট হাউসে শতভাগ বুকিং সম্পন্ন হয়েছে। পর্যটক টানতে বেশিরভাগ আবাসিক হোটেল ৪০৪৫ শতাংশ ডিসকাউন্ট ঘোষণা করে।

ব্যবসায়ীরা বলছেন, কক্সবাজার শহরের ৫ শতাধিক হোটেলমোটেল ও গেস্ট হাউসে ধারণ ক্ষমতার বেশী পর্যটক অবস্থান করছে। সেই হিসেবে এবারের ছুটিতে প্রতিদিন দেড় লক্ষ পর্যটক কক্সবাজার অবস্থান করছেন। রেললাইন হওয়ার সুবাদে পর্যটকের সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। 

কলাতলী মেরিন ড্রাইভ রোড আবাসিক হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান জানান, এবারের ছুটিতে কক্সবাজারের দীর্ঘ দিনের পর্যটক খরা কেটে গেছে। এমনিতে চলতি অক্টোবর থেকে পর্যটন মৌসুম শুরু হয়েছে। তাই এবার ভাল ব্যবসা হওয়ার প্রত্যাশা তাদের।

পর্যটকদের নিশ্ছিদ্র নিরাপত্তা ও অপরাধ দমনে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। কয়েকটি ভাগে কক্সবাজার সমুদ্র সৈকত, টেকনাফ ও ইনানীসহ সব স্পটে দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। সৈকতে পোশাকধারী পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টেও টহল জোরদার করা হয়েছে।

পর্যবেক্ষণ টাওয়ারে অবস্থান ও কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো সৈকত নজরদারির আওতায় রাখা হয়েছে। নিরাপত্তায় থাকবে যৌথ টহল, জেলা প্রশাসনের মোবাইল টিম। তাছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একাধিক মোবাইল টিম টহলে সৈকতে টহল দিচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কক্সবাজার