বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘লালন’ দীর্ঘ বিরতির পর ফিরে এসেছে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে। এই ব্যান্ড একসময় দেশ-বিদেশের মঞ্চ মাতিয়ে রাখতো। কিন্তু গত কয়েক বছর ধরে দলের ভেতরে কিছু টানাপোড়েন চলছিল, এবং এই বছরের মার্চে দলের ড্রামার ও দলনেতা থিন হান মং তিতি দল থেকে বিদায় নিয়েছিলেন। তার মতে, দলের ভেতরে ব্যক্তিগত প্রাধান্য এতটাই বেড়েছিল যে ব্যান্ডের মূল সুর হারিয়ে যাচ্ছিল।
তবে মে মাসে তিতি দলে ফিরে আসেন। এখন ‘লালন’ ব্যান্ড আবারো নতুন উদ্যমে সংগীত জগতে পা রাখছে। ১৭ অক্টোবর ফকির লালন শাহর ১৩৪তম তিরোধান দিবসে তারা মুক্তি দিচ্ছে তাদের নতুন অ্যালবাম, “বাউলস অব বেঙ্গল”। এতে থাকছে সাতটি গান, যা তৈরি করা হয়েছে গত এক বছর ধরে। গত শুক্রবার লালন ব্যান্ডের ইউটিউব চ্যানেলে এই অ্যালবামের প্রথম গান “একটা বদ হাওয়া” প্রকাশিত হয়েছে।
এই অ্যালবামে লালন শাহর চারটি গান ছাড়াও, রাধারমণ দত্ত, বিজয় সরকার ও শাহ আবদুল করিমের একটি করে গান রয়েছে। ব্যান্ডের দলনেতা তিতির ভাষায়, এই অ্যালবামটি তাদের শিকড়ের প্রতি শ্রদ্ধা ও আত্মতৃপ্তির জন্য তৈরি করা হয়েছে। বাণিজ্যের চাপে নয়, বরং নিজেদের সঙ্গীতের শিকড়ের দিকে ফিরে যাওয়ার প্রয়াস থেকেই এই অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যালবামটি নিয়ে উচ্ছ্বসিত ভোকাল নিগার সুলতানা সুমি গণমাধ্যমকে জানালেন, “এই গানগুলোতে কণ্ঠ দিতে গিয়ে নিজের গায়কি দক্ষতার সীমাবদ্ধতা উপলব্ধি করেছেন তিনি।” সুমি বলেছেন, গানগুলোর কম্পোজিশনের মান এতটাই উচ্চ ছিল যে সেই মানে পুরোপুরি তাল মিলিয়ে যেতে পারেননি। তবে তিনি মনে করেন, এই অ্যালবাম মানুষের মনে সারা জীবন ধরে থাকবে।
জেডএস/