আইন-বিচার

সাবেক মন্ত্রী ফারুক খানের রিমান্ড মঞ্জুর

হত্যা মামলায় সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশে দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর হাকিম ছানাউল্ল্যা এ আদেশ  দেন।

আদালত সূত্রে জানা যায়, এর আগে রাজধানীর পল্টন থানা এলাকায় বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় ফারুক খানের আইনজীবিরা বিরোধিতা করে। আদালত দুই পক্ষের শুনানি শেষে এই সিদ্ধান্ত দেন। 

মামলার এজাহারে বলা হয়২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে, ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। সেদিন কার্যালয়ে ভাঙচুর করে আশেপাশে থাকা কয়েক হাজার নেতা-কর্মীর ওপর হামলা করে তারা। এতে মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় মাহফুজুর রহমান নামের একজন গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ফারুক খান