ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন বাবর আজম। পাকিস্তান ক্রিকেটে এভাবে বাবরকে বাদ দেয়ার ঘটনা আগে ঘটেনি। দেশটির অন্যতম তারকা ব্যাটার তিনি। তবে এবার পারফরম্যান্সের কারণে তাকে বাদ দিয়ে দল প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই সিদ্ধান্তের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের আরেক ব্যাটার ফখর জামান। তবে তার ক্ষোভকে ভালোভাবে নেয়নি পিসিবি। ফলে ফখরকে শোকজ করেছে বোর্ড।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেয়া পোস্টে ফখর লিখেছেন, ‘বাবর আজমকে বাদ দেওয়ার এমন সিদ্ধান্ত বেশ ভাবনার বিষয়। ২০২০ থেকে ২০২৩ সালে ভিরাট কোহলির গড় অত্যন্ত কম ছিল, যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ ও ২৬.৫০। সেই সময়ও ভারতীয় বোর্ড কোহলির পাশে দাঁড়িয়েছে। অথচ আমরা নিজেদের সেরা ক্রিকেটারকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি, তর্কাতীতভাবে পাকিস্তানের সবচেয়ে সেরা খেলোয়াড় সে।’
ফখরের সঙ্গে এমনিতেই পিসিবির সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এই ঘটনার পর সম্পর্কে আরেকটু অবনতি ঘটতে পারে বলেই মনে হচ্ছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) শুরু হওয়া দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করছে পাকিস্তান।
এম এইচ//