চ্যাম্পিয়নস ট্রফির মহারণে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। দুবাইতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। দলটি সব উইকেট হারিয়ে ৪৯.৪ ওভারে ২৪১ রান সংগ্রহ করে।
পাকিস্তানের এই অর্জিত সংগ্রহ কিছুটা কম এই মাঠের জন্য। মিডল ওভার গুলোতে বলের সঙ্গে রানের সামঞ্জস্য তেমন হয়নি। দলীয় ৫০ রান আসার আগেই ২ উইকেট হারিয়েছে পাকিস্তান। পরপর বাবর আজম ও ইমাম উল হক ফিরলে দলকে এগিয়ে নেয়ার কাজ করতে থাকেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল।
তবে দুজনেই নিজেদের ইনিংস শুরু করেন বেশ ধীরে। এই জুটি বোর্ডে ১০৪ রান তোলে ১৪৪ বলে। রিজওয়ান যখন ৭৭ বলে ৪৬ রান করে ফিরেছেন, দলের রান ১৫১। এর কিছুক্ষণ পরেই বিদায় নেন শাকিল। তার ব্যাটে আসে ৭৬ বলে ৬২ রান।
আগা সালমান ১৯ রানের বেশি করতে পারেননি। তৈয়্যব তাহিরও রান পাননি। তবে একপ্রান্তে আগলে ছিলেন খুশদিল শাহ। তার ব্যাটে আসে ৩৯ বলে ৩৮ রান। তিনি শেষ ওভারের চতুর্থ বলে ফিরলে শেষ হয় পাকিস্তানের ইনিংস। মাঝে নাসিম শাহ খেলেছেন ১৬ বলে ১৪ রানের ইনিংস।
ভারতের পক্ষে বল হাতে কুলদীপ যাদব একাই ৩ উইকেট নিয়েছেন। হার্দিক পান্ডিয়া নিয়েছেন ২ টি। হারশিত রানা ও রবীন্দ্র জাদেজা ১ টি করে উইকেট নেন।
এমএইচ//