বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার (২১ মে) পিসিবি থেকে ১৬ জনের দল প্রকাশ করা হয়, তবে ম্যাচের সূচি এখনো জানানো হয়নি। তিন ম্যাচ সিরিজের প্রতিটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
স্কোয়াডে রাখা হয়নি সাবেক অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। এছাড়াও ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদিও নেই এই দলে।
সালমান আলি আগা অধিনায়কের দায়িত্ব পালন করবেন। শাদাব খান থাকবেন তার ডেপুটি হিসেবে। চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পারফরম্যান্স দল ঘোষণায় বড় ভূমিকা রেখেছে।
সম্প্রতি পিসিবি নিউজিল্যান্ডের মাইক হেসনকে সাদা বলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। বাংলাদেশ সিরিজ হতে যাচ্ছে তার প্রথম কাজ।
পাকিস্তানের ঘোষিত স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ হাসান আলি, ফখর জামান, সাইম আইয়ুব। এছাড়াও অলরাউন্ডার ফাহিম আশরাফ, হুসাইন তালাত ও উইকেটরক্ষক ব্যাটার সাহিবজাদা ফারহান পুনরায় ডাক পেয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান স্কোয়াড: সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।
এমএইচ//