আন্তর্জাতিক

আরও ৪৫ ফিলিস্তিনির প্রাণ কাড়লো ইসরাইল, বিশ্বব্যাপী নিন্দার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

ভোর থেকে গাজায় ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ ৪৫ জন নিহত হয়েছেন। বুধবার হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৩ হাজার ৬০০ মানুষ।

এর আগে, গাজায় ৪৮ ঘন্টায় ১৪ হাজার শিশু মারা যেতে পারে বলে আশঙ্কা করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার।

অন্যদিকে গাজায় নতুন করে অভিযান শুরুর জেরে ইসরাইলের সঙ্গে নতুন করে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য।

পাশাপাশি দেশটি ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বাসিন্দারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এর আগে, গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্রতা বাড়ানোর নিন্দা জানায় যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। এই নিন্দা জানানোর একদিন পরেই যুক্তরাজ্য এই পদক্ষেপ নিলো।

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ইসরাইল