চন্ডিকা হাথুরুসিংহেকে বহিস্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে নিয়োগ দেয়া হয়েছে। তার মেয়াদ আপাতত আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ (মঙ্গলবার) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান।
ফারুক জানান, ‘বরখাস্ত করার আগে আমরা তাঁকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’
হাথুরুসিংহেকে বরখাস্ত করার কারণ হিসেবে বিসিবি সভাপতি উল্লেখ করেন 'দুই তিনটি ঘটনা ঘটেছে, যেগুলি আসলে একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেগুলি বিবেচনা করে আজকে আমরা তাঁকে একটা কারণ দর্শাও নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যহতির চিঠি দিয়েছি।'
বিশেষ করে গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদকে শারীরিক আঘাত করার একটি অভিযোগ ওঠে হাথুরুসিংহের বিরুদ্ধে। আজকের সিদ্ধান্তে সেই ঘটনার ফলাফল স্পষ্ট। ফারুক উল্লেখ করেন, 'একজন জাতীয় দলের খেলোয়াড়কে আপনি কখনোই শারীরিকভাবে আঘাত করতে পারেন না। এটার শাস্তি সেটাই, যেটা এখন হচ্ছে।'
বিসিবিতে ফারুক আহমেদের নিয়োগের পর থেকেই হাথুরুসিংহের বিষয়ে নতুন করে সিদ্ধান্তের কথা উঠে আসে। বিসিবি সভাপতির সঙ্গে ফারুকের পূর্বের সম্পর্কের কথাও তোলা হয় এখানে, যে সম্পর্কে কিছুটা তিক্ততা ছিল। তবে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে চাননি নতুন সভাপতি। তিনি মনে করিয়ে দিয়েছেন, প্রক্রিয়া মেনেই যেকোনো সিদ্ধান্ত নিতে হবে।
হাথুরুসিংহের বিষয়ে নেতিবাচক কিছু ঘটবে সেই আঁচ আগেই দেন ফারুক আহমেদ। পাকিস্তানের মাটিতে ২-০ তে টেস্ট জেতার পর অবশ্য সিদ্ধান্ত নেয়া যায়নি। এবার ভারত সিরিজে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টিতে পরাজয়ের পর দেশে ফেরে বাংলাদেশ দল, ফিরেছেন হাথুরুসিংহেও।
গতকাল (সোমবার) থেকেই শোনা যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই সরিয়ে দেয়া হবে এই শ্রীলঙ্কান কোচকে। সেই সিদ্ধান্ত অবশেষে আজ নিয়েছে বিসিবি। আগামী বছর ফেব্রুয়ারির চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও, তার আগেই হাথুরুসিংহেকে বরখাস্ত করা হলো।
এম এইচ//