আন্তর্জাতিক

আঞ্চলিক শান্তির লক্ষ্যে লেবানন, জর্ডান ও মিশরে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে জর্ডান, মিশর এবং তুরস্ক সফরে যাচ্ছেন। বুধবার (১৬ অক্টোবর)  দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইরান শান্তি আলোচনার জন্য এই পদক্ষেপ নিয়েছে। এই সফরের মাধ্যমে ইরান গণহত্যা, নৃশংসতা ও আগ্রাসন থামাতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর তথ্য অনুযায়ী, ইরান উদ্বিগ্ন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তাদের তেল ও পরমাণু স্থাপনায় হামলা না করার জন্য প্রভাবিত করতে পারবে কি না।

ইসরাইলের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে সামরিক লক্ষ্যবস্তুকেই শুধুমাত্র আঘাত করা হবে।  তবুও, যদি তেল স্থাপনায় হামলা হয় তবে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে এবং আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র হবে। এই সফরকে তাই মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান