জাতীয়

চাকরিতে ৩৫ বয়সসীমা নিয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা

চাকরিতে প্রবেশে বয়সসীমা পর্যালোচনায় গঠিত কমিটি সরকারকে প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছেপরবর্তীতে সরকারের সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বিএনপির চারটি বিসিএস বাতিলের দাবির বিষয়ে পরিবেশ উপদেষ্টা জানান, বিএনপি যে দাবি জানিয়েছেন তা তারা করতেই পারেন। সেটা অনেক বড় দাবি। এটা উপদেষ্টা পরিষদে না বসে, কথা না বলে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না।

চাকরিপ্রত্যাশীদের একটি অংশ বেশ কয়েক বছর ধরে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছিল।

এরই প্রেক্ষিতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে গত ৩০ সেপ্টেম্বর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়। এক সপ্তাহ পর সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন তারা।

 

আই/এ