খেলাধুলা

অস্ট্রেলিয়ার জয়ের ধারা থামিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার জয়ের ধারা থামিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে পরাজিত হয়েছিল প্রোটিয়া মেয়েরা। এবার যেন তারই প্রতিশোধ তোলা হলো।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ম্যাচটিতে ৮ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে অস্ট্রেলিয়া। লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ১৬ বল হাতে রেখে ২ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।

অস্ট্রেলিয়ার বড় সাফল্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। মোট ৮ টি বিশ্বকাপের ৬ টি’তেই শিরোপা জিতেছে তারা। যার শেষ ৩ বার শিরোপার ধারাবাহিকতা ছিল।

অজিদের এবারের সেমিফাইনালে মূলত রান না তোলা ভুগিয়েছে। বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা বা অ্যালিসা প্যারিরা আশানুরূপ ব্যাটিং করতে পারেননি। যেখানে প্রোটিয়াদের মেরিজেন কাপ বা আয়াবাঙ্গা খাকারাদের বোলিং ভূমিকা রেখেছে সবচেয়ে বেশি। ফলে ১৩৫ রানের সহজ লক্ষ্য পেরোতে ওপেনার লরা ওলভার্ড ৪২ রান, অ্যানেজে বস্কের অপরাজিত ৭৪ রানে বেশ আরাম-আয়েশেই ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন দক্ষিণ আফ্রিকা | অস্ট্রেলিয়া