খেলাধুলা

বাইরের ভাবনা রেখে মাঠের ক্রিকেটে গুরুত্ব নতুন কোচের

স্পোর্টস ডেস্ক

দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স ছবি: সংগৃহীত

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার, ২১ অক্টোবর। মিরপুরে প্রথম টেস্ট সামনে রেখে বাংলাদেশ দলের নতুন কোচ ফিল সিমন্স আজ, শনিবার সংবাদ সম্মেলনে উপস্থিত হন।

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে, মাঠের ক্রিকেটকে সবচেয়ে গুরুত্ব দেয়ার কথা বারবার উল্লেখ করেছেন সিমন্স। এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ের দিকেও দৃষ্টি আছে তার। এই ওয়েস্ট ইন্ডিজ কোচ বলেন, 'আমার মনে হয়, আমার জন্য ভালো দিক হচ্ছে আমাদের সামনে একটা টেস্ট ম্যাচ আছে, যার প্রস্তুতি নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। যদি আগামী কয়েকটা ম্যাচ জিততে পারি, তাহলে আমরা ফাইনালের (টেস্ট চ্যাম্পিয়নশিপের) লড়াইয়ে যেতে পারব।' 

সাকিব আল হাসান প্রসঙ্গ উঠে আসে স্বাভাবিকভাবেই। প্রথম টেস্টের দলে ছিলেন সাকিব। দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। তবে নিরাপত্তা-শঙ্কার কারণে আর বাংলাদেশে ফেরা হয়নি এই অলরাউন্ডারের। সাকিবের বদলে দলে নেয়া হয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে।

সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে প্রশ্ন আসে সিমন্সের কাছে। সেই প্রশ্নের উত্তর সরাসরি দেননি এই কোচ। তিনি বলেন, 'এটাও একটা ব্যাপার (বাইরের আলোচনা)। আগামী কয়েকদিন আমাদের কাজের বড় একটা অংশ হচ্ছে, সব মনোযোগ ক্রিকেটে যেন থাকে তা নিশ্চিত করা। আমি যেটা নিয়ন্ত্রণ করতে পারব, সেটাই। আমরা নিয়ন্ত্রণ করতে পারি কীভাবে ম্যাচের জন্য প্রস্তুতি নেব সেটি। ছেলেদের নজরেও আমি এটা রাখতে চাই।' 

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন বাইরের | ভাবনা | রেখে | মাঠের | ক্রিকেটে | গুরুত্ব | নতুন | কোচের