অন্যান্য

বিগত সরকারের গুম-খুনের বিচার বাংলাদেশে হবে: জামায়াত আমির

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বিচারের নামে প্রহসন করে শুধু জামায়াত নেতাকৃমীদের গুম করা হয় নাই সাধারণ নির্দোষ মানুষকেও গুম খুন করেছিলো বিগত সরকার। ইনশাআল্লাহ এই গুম খুনের বিচার বাংলাদশে হবে।  বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর তিনটায় নওগাঁ নওযোয়ান মাঠে জেলা জামায়াতে উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ২৪-এর গণঅভ্যুথানের সম্পূর্ণ কৃতিত্ব মহান আল্লাহ'র। আর জমিনের কৃতিত্ব ১৮ কোটি জনতার। আর নেতৃত্বের কৃতিত্ব বাংলাদেশের যুব সমাজের।

তিনি বলেন, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। তাদের সঙ্গে দেয়া জাতির অঙ্গিকার আমাদেরকে পুরন করতে হবে কারণ জাতির সঙ্গে দেয়া অঙ্গিকার তারা পূরন করেছে।

দীর্ঘ ১৮ বছর পর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নওগাঁয় রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ। নওজোয়ান মাঠে অনুষ্ঠিত সকাল ১০টা হতে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

এএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন বিচার | গুম-খুন