কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন সম্প্রতি শেখ রাসেলকে নিয়ে ফেসবুক একটি পোস্ট করেছেন। যা নিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। শুক্রবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আনন্দ কুটুম নামে একজনের লেখা শেয়ার করেন তিনি।
লেখাটিতে শেখ রাসেলের অল্প বয়সে মারা যাওয়ার কথা উল্লেখ করে বলা হয়েছিল, ‘একটি মানুষ, একটি ছবি, যে আর কখনো বড় হবে না। তার বয়স সময়ের নিষ্ঠুর নিয়মে বন্দি হয়ে গেছে।’ শাওন লেখাটি শেয়ার করে লেখেন, ‘এই লেখাটা যতবার পড়ি ততবারই চোখ ভিজে ওঠে।’
পোস্টটি শেয়ার করার পরই শাওন ব্যাপক রিয়েকশন পান। তবে অধিকাংশ অনুসারী ‘হা হা’ রিয়েকশন দিয়েছেন, যা নিয়ে সমালোচনা শুরু হয়।
নেটিজেনরা মনে করছেন, শাওন শেখ রাসেলকে নিয়ে এই পোস্টে অপ্রাসঙ্গিক আবেগ দেখিয়েছেন। সাদিয়া মৌ নামে একজন মন্তব্য করেছেন, ‘শেখ রাসেল অল্প বয়সে মারা যাওয়ায় শাওন খুবই দুঃখিত, কিন্তু ৭১-এর যুদ্ধে যারা মারা গেল, তাদের নিয়েও কি সে ভাবে?’
শাওনের পোস্টের কমেন্ট সেকশন বন্ধ থাকলেও, একটি বিশেষ মন্তব্য আলোড়ন তোলে। গোলাম সারওয়ার অনিক নামের একজন মন্তব্য করেছিলেন, ‘ছাদে হেলিকপ্টারে গুলি খাওয়া রিয়ার ব্যাপারেও আপনার এমন পোস্ট চাই।’ এর জবাবে শাওন লিখেছিলেন, ‘আমি আপনার চাওয়া পূরণ করতে বসিনি।’
শেখ রাসেল দিবসকে ঘিরে এই পোস্টটি আসে, যার মধ্যে একটি সাম্প্রতিক সিদ্ধান্তও উল্লেখযোগ্য, অন্তর্বর্তীকালীন সরকার ৭ মার্চসহ আটটি জাতীয় দিবস বাতিল করেছে, যার মধ্যে শেখ রাসেল দিবসও ছিল।
শাওনের এই পোস্টের ফলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে ফেসবুকে, যেখানে সমর্থন ও বিরোধিতার মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
জেডএস/