তথ্য-প্রযুক্তি

নতুন সুপারকম্পিউটার তৈরি করছে গুগল

তথ্য-প্রযুক্তি ডেস্ক

ছবি: সংগৃহীত

গুগল এবার এমন এক সুপারকম্পিউটার তৈরি করছে যা প্রতি সেকেন্ডে এক লাখ কোটি গণনা করতে সক্ষম।  এই এক্সাস্কেল প্রযুক্তি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, এবং জিনোম ম্যাপিংয়ের মতো গুরুত্বপূর্ণ গবেষণায় যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব।  খবর ইকোটিসিয়াস ডটকম।

এক্সাস্কেল কম্পিউটারের শক্তিশালী গণনা ক্ষমতা এটিকে বর্তমানের যেকোনো সুপারকম্পিউটারের চেয়ে দ্রুত ও কার্যকরী করে তুলবে। জলবায়ুর প্রভাব থেকে শুরু করে ব্ল্যাকহোল এবং ছায়াপথের গঠন সম্পর্কিত তথ্য দ্রুত প্রসেস করতে সক্ষম এই কম্পিউটার। এছাড়া রোগ প্রতিরোধে কার্যকর ওষুধ তৈরি ও গবেষণার গতি বাড়াতে এক্সাস্কেল কম্পিউটারের ভূমিকা হবে অপরিসীম

এই কম্পিউটার চালাতে প্রচুর বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে। ধরণা করা হচ্ছে এর মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে চালিত গাড়ি, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নতুন যুগের সূচনা হবে।

গুগলের এক্সাস্কেল কম্পিউটার শুধু দ্রুত নয়, এআই প্রযুক্তিকে আরও উন্নত করে তুলতে বড় ভূমিকা রাখবে।  নিউরাল নেটওয়ার্কের প্রশিক্ষণ হবে আরও কার্যকর ও গতিশীল।  ভবিষ্যতের কথা বিবেচনা করে গুগল এই পদক্ষেপ নিয়েছে, যা প্রযুক্তি জগতে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে

 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন সুপারকম্পিউটার