অর্থনীতি

চারটি মডেল নিয়ে বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের যাত্রা

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশে এবার শুরু হলো আইকনিক বাইক ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডের আনুষ্ঠানিক যাত্রা।  মডেল ভেদে দাম শুরু হচ্ছে ৩.৪ লাখ টাকা থেকে।  সোমবার (২১ অক্টোবর) ইফাদ মোটরস চারটি ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল উন্মোচন করেছে। মডেল চারটি হলো হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিওর

মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে প্রি-বুকিং শুরু হবে। বাইকের ডেলিভারি ৪৫ দিনের মধ্যে শুরু হবে, ঢাকা শহরের তেজগাঁওয়ের ফ্ল্যাগশিপ শোরুম থেকে। নতুন এই মডেলগুলোতে মসৃণ কর্মক্ষমতা এবং উন্নত একক-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা আইকনিক রয়্যাল এনফিল্ডের ঐতিহ্য ধরে রাখবে

এই চারটি সিরিজের দাম,  ক্লাসিক ৩৫০: ৪.০৫ লাখ টাকা, বুলেট ৩৫০: ৪.১০ লাখ টাকা, হান্টার ৩৫০: ৩.৪ লাখ টাকা থেকে শুরু (রঙের ওপর নির্ভর করে), মেটিওর ৩৫০: ৪.৩৫ লাখ টাকা থেকে শুরু।

                                                     রয়্যাল এনফিল্ড ক্লাসিক- ৩৫০ সিসি

                                                  রয়্যাল এনফিল্ড বুলেট- ৩৫০ সিসি    

                                                 রয়্যাল এনফিল্ড হান্টার- ৩৫০ সিসি 

                                                 রয়্যাল এনফিল্ড মেটিওর- ৩৫০ সিসি 

ইফাদ মোটরস ইতিমধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি কারখানা তৈরি করেছে, যেখানে স্থানীয়ভাবে এই বাইকগুলো তৈরি হবে

বাংলাদেশে ৩৭৫ সিসি বাইক বাজারের অনুমোদনের পর রয়্যাল এনফিল্ডের আগমন মোটরসাইকেল বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করবে।  এর আগে বাজাজ তাদের এন ২৫০ মডেল এবং হিরো কারিজমা এক্সএমআর লঞ্চ করেছিল।  তবে রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসি মডেলগুলো এই বাজারের উচ্চতর সেগমেন্টের নেতৃত্ব দিতে প্রস্তুত

প্রসঙ্গত, দীর্ঘ ১২৩ বছর আগে ইংল্যান্ডে রয়্যাল এনফিল্ড যাত্রা শুরু হয় মূলত সামরিক ব্যবহারের জন্য। পরে এটি ভারতীয় সেনাবাহিনীর জন্য বাইক তৈরি শুরু করে। বর্তমানে এটি সম্পূর্ণ ভারতীয় কোম্পানি আইশার মোটরসের অধীনে পরিচালিত হচ্ছে।  বর্তমানে ৫০টিরও বেশি দেশে রয়্যাল এনফিল্ডের উপস্থিতি রয়েছে

এটি শুধু একটি বাইক নয়, বরং একটি ঐতিহ্য, যা এখন বাংলাদেশের রাস্তায়ও ছড়িয়ে পড়ছে

জেডএস/