অর্থনীতি

সরকারি ৬ ব্যাংকে নতুন এমডি

ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংক ও চারটি বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অপসারণ করেছিলো অন্তর্বর্তী সরকারএবার এমডি পদ শূন্য থাকা রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বিডিবিএল এবং বেসিক ব্যাংকের নতুন এমডি নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ছয়টি পৃথক চিঠি ব্যাংকগুলোর চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্ত ছয় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন-  সোনালী ব্যাংকে শওকত আলী খান,তিনি এর আগে কৃষি ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেছেন। রূপালী ব্যাংকে মো. আব্দুর রহিম,তিনি এর আগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অগ্রণী ব্যাংকে আনোয়ারুল ইসলাম,তিনি এর আগে একই ব্যাংকে উপ ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন।  জনতা ব্যাংকে মজিবর রহমান,তিনি এর আগে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি ছিলেন।

এছাড়া বিডিবিএলের এমডি ও সিইও হচ্ছেন জসীম উদ্দিন, তিনি এর আগে জনতা ব্যাংকের  উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং বেসিক ব্যাংকের এমডি হচ্ছেন কামরুজ্জামান খান, তিনিও আগে জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

আই/এ