আন্তর্জাতিক

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে ইসরাইলের শর্ত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: রয়টার্স

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বেশ কিছু শর্ত দিয়েছে ইসরাইল। সোমবার (২১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

গেলো সপ্তাহে ইসরাল তাদের শর্তগুলোর একটি নথি যুক্তরাষ্ট্রকে দিয়েছে।  এই নথিতে উল্লেখ করা হয়েছে ইসরাল চায় তাদের সামরিক বাহিনী যেন লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর কার্যক্রমের উপর কড়া নজরদারি চালাতে পারে। 

বিশেষ করে ইসরাল নিশ্চিত করতে চায় যে, হিজবুল্লাহ আবার নতুন করে অস্ত্র সংগ্রহ বা তাদের সামরিক অবকাঠামো গড়ে তুলতে না পারে। 

এছাড়াও, ইসরাল দাবি করছে, তাদের বিমানবাহিনীকে লেবাননের আকাশসীমায় অবাধে চলাচল করতে দিতে হবে, যাতে তারা প্রয়োজনীয় অভিযানে অংশ নিতে পারে

কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এই শর্তগুলো লেবানন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মেনে নেওয়া খুবই কঠিন হবে।  কারণ, এটি সরাসরি লেবাননের সার্বভৌমত্বের উপর আঘাত হানে।  এর পাশাপাশি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজল্যুশন ১৭০১ এর সঙ্গেও এই শর্তগুলো সাংঘর্ষিক

এই রেজল্যুশন অনুযায়ী লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল লেবানন-ইসরাল সীমান্তে শান্তি বজায় রাখবে। কিন্তু ইসরাল বলছে, যদি লেবাননের সেনাবাহিনী ও ইউনিফিল আরও সক্রিয় ভূমিকা নেয় তাহলে তাদের সেনাবাহিনীর কাজের পরিধি কমে যাবে

এই অবস্থায়, প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ দূত আমোস হোচস্টেইন লেবাননের রাজধানী বৈরুতে গেছেন। সেখানে তিনি লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন এবং ইসরালের প্রস্তাবের বিষয়ে আলোচনা করছেন।  ইসরাল মনে করছে, হোচস্টেইনের মধ্যস্থতায় হয়তো কোনো সমাধান আসতে পারে

 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র | লেবানন | ইসরাইল