ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলেও থাকা হচ্ছে না কেন উইলিয়ামসনের। নিউজিউল্যান্ড ব্যাটার কুঁচকির চোটে ভুগছেন। যেকারণে পুনে’তে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া ম্যাচটি খেলতে পারবেন না তিনি।
নিউজিল্যান্ড স্কোয়াডের সঙ্গে ভারতে উড়াল দেয়া হয়নি উইলিয়ামসনের। গত মাসে শ্রীলঙ্কা সিরিজে চোটে ভোগার পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য রয়েছেন তিনি। উইলিয়ামসনের না থাকায় উইল ইয়াং প্রথম টেস্টে তিন নম্বরে ব্যাট করেছেন। তার ব্যাটে ৩৩ ও ৪৮ রান আসে।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, ‘আমরা কেন’কে পর্যবেক্ষণ করছি, সে সঠিক পথেই আছে। কিন্তু এখনো ১০০ ভাগ ফিট হতে পারেননি।‘
ভারতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে নিউজিল্যান্ড। ম্যাচটিতে ম্যাচ সেরা হয়েছেন রাচীন রবীন্দ্র। তিনি প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯ রান করেন। ম্যাট হেনরি ও উইল ও’রউরকে যথাক্রমে ৮ ও ৭ টি উইকেট সংগ্রহ করেছেন।
এম এইচ//