দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য ৯ হাজার ৫৭২টি নতুন সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। গেলো ১৬ অক্টোবর এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় । আগামী ৬ মাসের মধ্যেই এই পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মোট ৬৫ হাজার ৫৬৬টি পদ সৃষ্টির প্রস্তাব করেছিল। যাচাই-বাছাইয়ের পর কয়েকটি শর্তে ৯ হাজার ৫৭২টি পদ সৃজনে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তারা কাজ করছেন। আগামী ৬ মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এই পদগুলো পূরণ হলে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রশাসনিক কাজের গতি আরও বাড়বে। পাশাপাশি শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যাবে বলে জানান এসব কর্মকর্তা।
জেডএস/