অর্থনীতি

দেশের বাজারে আবারও রেকর্ড করলো স্বর্ণের দাম

প্রতি ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বেড়ে দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (২২ অক্টোবর) গণমাধ্যমকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সন্ধ্যায় বাজুসের এক সভায় এ সিদ্ধান্ত হয়। স্বর্ণের এ দাম আগামীকাল বুধবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর করা হবে।

বাজুস জানায়, নতুন এ সিদ্ধান্তের পর ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি নির্ধারন করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৫০১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ১৩৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৫ হাজার ৪২৩ টাকা

প্রসঙ্গত, দেশের বাজারে সবশেষ গেলো ১৯ অক্টোবর স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন স্বর্ণ