খেলাধুলা

বৃষ্টির আগমনে আগে-ভাগে শেষ তৃতীয় দিনের খেলা

স্পোর্টস ডেস্ক

ছবি: ক্রিকেট৯৭

বাংলাদেশ দল ১০১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে। ঝুলিতে ৬ উইকেট থাকলেও মাত্র ১১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক মিলে দলকে এগিয়ে নিয়ে যান অনেকখানি। জাকের আলী ফিরে গেলেও, মিরাজ ও নাঈম হাসান এখনো ক্রিজে আছেন। বাংলাদেশ ৮১ রানের লিড নিয়ে দিন শেষ করেছে। 

মূলত বৃষ্টি ও আলোক-স্বল্পতার কারণে দিনের খেলা হয়েছে ৫৭ দশমিক ৫ ওভার। বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ২৮৩ রানে অবস্থান করছে। মিরাজ ৮৭ (১৭১), নাঈম ১৬ (২৮) রানে অপরাজিত আছেন। চতুর্থ দিনে লিড আরও বাড়ানোর চেষ্টা করবে বাংলাদেশ।

আজ বৃষ্টির কারণে তৃতীয় দেশনে কেবল ৫ ওভার খেলা হয়েছে। মিরাজ ও জাকের দুজনের জুটি ১৩৮ রানে গিয়ে মূলত সেই জুটিতেই লিড ধরতে পারে বাংলাদেশ। তবে এই লিড কতদূর যাবে তা নিয়ে খুব বেশি কিছু বলা যাচ্ছে না। মিরাজকে সঙ্গ দেয়ার মতো ব্যাটার নিচের দিকে আর তেমন কেউ নেই। ডাগআউটে এখন আছেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন বৃষ্টির | আগমনে | আগেভাগে | শেষ | তৃতীয় | দিনের | খেলা