রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) ভেতরে এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রনি শেখ রুবেল (২৮) নামের এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোব দুপুরের দিকে এই গুলির ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
তিনি জানান, রনিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পঙ্গু হাসপাতালের সামনে তার একটি ফলের দোকান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরার চেষ্টা চলছে।
হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রউফ জানান, দুপুর একটা দিকে হঠাৎ প্রশাসনিক ব্লকের নিচে গুলির শব্দ শুনতে পান। দৌড়ে যেতেই দেখেন অস্ত্রসহ দুজন হাসপাতালে বাইরে বের হয়ে যাচ্ছে। এ সময় একজন পালিয়ে গেলেও জনতার সহায়তায় বিদেশি অস্ত্রসহ রনি শেখ রুবেল নামে একজনকে আটক করেন তারা। হাসপাতালের একজন দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা কর্মচারী রুবেল গুলিবিদ্ধ হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আই/এ