কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ওপর ক্রমেই চাপ বাড়ছে। তারই দলের সদস্যরা এখন তার পদত্যাগের দাবি তুলেছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বৈঠকে লিবারেল পার্টির একাধিক এমপি ট্রুডোর নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। খবর হিন্দুস্তান টাইমস।
বৈঠক চলাকালীন এমপিরা ট্রুডোকে ২৮ অক্টোবরের মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে আল্টিমেটাম দিয়েছেন। তবে কী হবে যদি তিনি পদত্যাগ না করেন, সেটি বৈঠকে সুনির্দিষ্টভাবে বলা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, অন্তত ২৪ জন লিবারেল এমপি ট্রুডোর নেতৃত্ব নিয়ে গোপনে আলোচনা করেছেন এবং তারা চাইছেন তিনি পদত্যাগ করেণ। তাদের মতে, ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টি আগামী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হতে পারে।
এই অসন্তোষের পেছনে মূল কারণ হলো সাম্প্রতিক জনমত জরিপ। এতে দেখা গেছে, ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টি জনপ্রিয়তা হারাচ্ছে। জুন ও সেপ্টেম্বরে বিশেষ নির্বাচনে লিবারেলরা তাদের সবচেয়ে নিরাপদ দুটি আসনেই পরাজিত হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
জেডএস/