খেলাধুলা

ভারতকে হারিয়ে ফাইনালে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। ভারতকে ২০ রানে হারিয়ে শিরোপার দাবিদার হয়ে উঠেছে আফগানরা।

২৫ অক্টোবর (বৃহস্পতিবার) ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রানে আটকে যায় ভারত।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। দুই ওপেনার জুবাইদ আকবারি ও সেদিকুল্লাহ আতাল এর দারুণ শুরু আফগানদের শক্তি জুগিয়েছে। ১৫তম ওভারের মাথায় প্রথম উইকেট হারিয়েছে দলটি। ব্যক্তিগত ৬৪ (৪১) রান করে জুবাইদ ফিরে যান। আরেক ওপেনার সেদিকুল্লা ৫২ বল খেলে ৮৩ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।

করিম জানাতের ব্যাটেও আসে ২০ বলে ৪১ রান। মূলত তাদের এই ব্যাটিংয়ে ভালো সংগ্রহ পেয়ে যায় আফগানিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় টপ অর্ডার রান তোলার চেষ্টা করে গেলেও, উইকেট ধরে খেলতে ব্যর্থ হয়েছে। দলটির পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন রমনদ্বীপ সিং, ৩৪ বলে ৬৪ রান। বাকি ব্যাটারদের অল্প অল্প রানে শেষপর্যন্ত ১৮৬ রানে গিয়ে শেষ হয় ভারতের ইনিংস।

রবিবার (২৬ অক্টোবর) শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ফাইনালে লড়বে আফগানিস্তান এ দল।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন আফগানিস্তান | ভারত