আইন-বিচার

৫ দিনের রিমান্ডে হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন

বায়ান্ন প্রতিবেদন

যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। 

শনিবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর এ আদেশ দেন।

এর আগে, এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মঈনউদ্দিনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর গুলশান-২ থেকে মঈনউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা গেছে, গেলো বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে পণ্ড করতে পুলিশের সহায়তায় হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গেলো ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

এদিকে, গেলো ৮ অক্টোবর শেখ মুজিবুর রহমানের ভাগনে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের সাতজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

একইসঙ্গে তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তি মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন রিমান্ড