অপরাধ

জেনেভা ক্যাম্পে গোলাগুলি, শিশুসহ আহত ৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এই গোলাগুলির ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার

তিনি জানান, গোলাগুলির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। র‌্যাবের একটি দলও সেখানে গিয়েছে। এখনো গোলাগুলি চলছে। তবে কতজন আহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।

এদিকে এ ঘটনায় আহতদের সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এর আগে আজ বিকেলে, মোহাম্মদপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ৭২ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনার আলটিমেটাম দেন স্থানীয়রা। গত দুমাস ধরে চুরি-ছিনতাই ও ডাকাতি অব্যাহতভাবে বেড়ে যাওয়ার অভিযোগে বিকেলে ঘেরাও কর্মসূচি পালন করেন স্থানীয়রা

এসময়ে সেখানে উপস্থিত  তেজগাঁও জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, জনগণকে সঙ্গে নিয়ে দ্রুতই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন।

জানা যায়, গত  ৫ আগস্ট সরকার পতনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে বেশকিছু অস্ত্র ও গুলি লুট হয়। সেগুলো দিয়ে বিহারি ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি করছে বেশ কয়েকটি গ্রুপ। তাদের মধ্যে মাদক সংক্রান্ত ঘটনা নিয়ে প্রায় গোলাগুলির ঘটনা ঘটছে। এর আগে ৪ সেপ্টেম্বর এবং ৬ আগস্ট পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন জেনেভা ক্যাম্প