বিনোদন

ইলন মাস্কই বাস্তবের আয়রন ম্যান?

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ইলন মাস্কতার উদ্ভাবনী প্রযুক্তি ও অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা অনেকের মনে আয়রন ম্যানের চরিত্রকে জাগিয়ে তোলে।  এমনকি আয়রন ম্যান চরিত্রের লেখক মার্ক ফার্গাসও একবার স্বীকার করেছিলেন, টনি স্টার্কের চরিত্রে ইলন মাস্কের কিছু বৈশিষ্ট্য রেখেছিলেন

২০০৮ সালে প্রথম আয়রন ম্যান সিনেমায় টনি স্টার্ককে প্রযুক্তির রাজা হিসেবে দেখানো হয়েছিল।  যে চরিত্রটি সৃষ্টিশীলতাকে বাস্তবায়িত করতে অদম্য।  ইলন মাস্কের ক্ষেত্রেও আমরা এ ধরনের কল্পনাকে বাস্তবে পরিণত হতে দেখছি স্টারশিপ রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে

এমনকি ২০১০ সালে আয়রন ম্যান ২ সিনেমায় মাস্ককে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল।  যেখানে টনি স্টার্কের সঙ্গে মোনাকো গ্রাঁ প্রিঁতে তার দেখা হয়। এ ঘটনা অনেক ভক্তের মাঝে ধারণা দেয়, আয়রন ম্যানের চরিত্রে মাস্কের ছাপ রয়েছে

রবার্ট ডাউনি জুনিয়রও সাম্প্রতিক এক পডকাস্টে বলেন যে, মাস্কের কিছু বৈশিষ্ট্য টনি স্টার্কের চরিত্রের সঙ্গে মিল রাখে।

তিনি আরও বলেন, মাস্কের কথা ও আচরণে আরও সহনশীলতার অভাব রয়েছে, তবে তিনি আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ একজন উদ্ভাবক

আয়রন ম্যানের চরিত্রে কেবল মাস্কের নয়, যুক্ত হয়েছে স্টিভ জবসের প্রতিভা ও ডোনাল্ড ট্রাম্পের শো-ম্যানশিপ বৈশিষ্ট্য।

ফার্গাসের মতে, চরিত্রটি প্রযুক্তিগত কৌশল ও ব্যবসায়িক চিন্তাধারার মিশেলে তৈরি

যদিও মাস্ক বা ট্রাম্পের মতো চরিত্রগুলির কিছু সমর্থক আছে, আবার অনেকে তাদের সমালোচনাও করেন। অভিনেতা মাইকেল কিটনের মতে, এ ধরনের ব্যক্তিত্ব মানুষের প্রতি যত্নশীল না, বরং তাদের মাঝে উপহাস করে থাকে

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ইলন মাস্ক