বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে। বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিমকে প্রধান করে এই কমিটি দিয়েছে ক্রিকেট বোর্ড।
বুধবার (৩০ অক্টোবর) বিসিবির সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিসিবির এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের ৩ টি টেস্ট ভেন্যু- মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরি করা হবে।
বিসিবির প্রধান এখন ফারুক আহমেদ। নেতৃত্বের পরিবর্তনের পাশাপাশি সম্ভব বেশ কিছু জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করছে বোর্ড। এরমধ্যে টানা ৩ বা তার বেশি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় বিসিবির ১১ জন্য পরিচালকের সদস্যপদ বাতিল হয়েছে। এই ১১ জন হলেন; নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী নাদেল।
ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নেয়ার পর বিসিবি পরিচালক হিসেবে নাজমূল আবেদীন ফাহিম আসীন হন। বাংলাদেশ ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত নাজমূল আবেদীন এবার বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান হিসেবে কাজ করবেন।
এম এইচ//