ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় আরও শতাধিক নাগরিক নিহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই ভূখণ্ডে নিহতের সংখ্যা ৪৩ হাজার ১৬০ ছাড়িয়ে গেলো। গত বছর অক্টোবর থেকে চলা ক্রমাগত হামলায় আহতের সংখ্যা এক লাখের বেশি।
বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ১০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ১৬৩ জনে পৌঁছেছে বলে এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এসব হামলায় আরও অন্তত এক লাখ ১ হাজার ৫১৯০ জন ব্যক্তি আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১০২ জন নিহত এবং আরও ২৮৭ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদপ্তরের ধারণা, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন।
প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর হামাসের হামলার পর ফিলিস্তিনে নজিরবিহীন হামলা চালিয়ে আসছে ইসরাইল।
এম এইচ//