বাংলাদেশ

আলোচিত পুলিশ কর্মকর্তা শহিদুলকে ট্রাইব্যুনালে সোপর্দ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়াতে লাশ পোড়ানোর ঘটনায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তিনি ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের দায়িত্বে ছিলেন। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসুদ আলম জানান, শহিদুলকে গতকাল বুধবার রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে ঢাকার শাহবাগ থানায় এনে রাখা হয়। আজ সকালে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়।

ঢাকা জেলা পুলিশ আরও জানায়, শহিদুলের বর্তমান কর্মস্থল ছিল কক্সবাজার। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে লাশ পোড়ানোসহ কয়েকটি মামলায় রয়েছে আশুলিয়া ও সাভার থানায়।

ছাত্র-জনতার আন্দোলনের তোপে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেদিন আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনা ঘটে। আলোচিত সেই ঘটনা সেসময় দেশে ব্যাপক আলোড়ন তৈরি করে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন আশুলিয়া | শহিদুল ইসলাম