জাতীয়

রাষ্ট্র সংস্কারে আরো ৫ সংস্কার কমিশন গঠন

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারে আরও পাঁচটি কমিশন গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এমনটাই  জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী সাপ্তাহে রোববারের মধ্যে এসব কমিশনের প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপদেষ্টা পরিষদ সভা শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি। 

জানা যায়,  স্থানীয় সরকার, গণমাধ্যম, নারী, স্বাস্থ্য ও শ্রম সংক্রান্ত সংস্কার কমিশন নামে ৫ টি কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে ‘সার্চ কমিটি’র সভাপতি বানিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে   প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।  

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন সংস্কার কমিশন