খেলাধুলা

ভারত সিরিজের দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ফাইনালের পর ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে এটি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ১৬ সদস্যের এই দল ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

চার ম্যাচের এই সিরিজটি শুরু হবে আগামী ৮ নভেম্বর থেকে। দুই দলের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর।

এইডেন মার্করামের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে প্রোটিয়া দল। যেখানে ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেনের মতো মিডল অর্ডার রয়েছে। আবার স্পিন সামলানোর জন্য কেশভ মহারাজদের দেখা যাবে। পেস বোলিংটা দেখবেন মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজিরা।

প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মিহলালি মপঙওয়ানা। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ১২ উইকেট সংগ্রহ করেছেন। অলরাউন্ডার আন্দিলে সিমেলেন এর আগে দলে ডাক পেলেও, একাদশে সুযোগ পাননি। এবার ভারতের বিপক্ষে দলে তাকে সুযোগ দেয়া হয়েছে।

কাগিসো রাবাদাকে বিশ্রাম দেয়া হয়েছে এই সিরিজ থেকে। অন্যদিকে লুঙ্গি এনগিডিকে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় বিবেচনা করা হয়নি।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: এইডেন মার্করাম, ওটনিল বার্টম্যান, জেরাল্ড কুয়েটজে, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো জানসেন, হাইনরিখ ক্লসেন, প্যাট্রিক ক্রুগার, কেশভ মহারাজ, ডেভিড মিলার, মিহলালি এমপংওয়ানা, নাবাইয়োমজি পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে সিমেলেন, লুথো সিপামলা, ট্রিস্টান স্টাবস। 

এম এইচ// 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | সিরিজের | দল | ঘোষণা | করলো | দক্ষিণ | আফ্রিকা