ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় আরও ৯৫ নাগরিক নিহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই ভূখণ্ডে নিহতের সংখ্যা ৪৩ হাজার ২০০ ছাড়িয়ে গেলো। অন্যদিকে লেবাননে চলমান ইসরাইলি হামলায় আরও ৪৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য নিশ্চিত করেছে।
আল জাজিরা বলছে, বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরও কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেশিরভাগ ফিলিস্তিনি অবরুদ্ধ উত্তর গাজায় নিহত হয়েছেন বলে জানা যায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর বরাতে জানা যায়, গত বছর অক্টোবর থেকে চলা এসব হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ২০৪ জনে পৌঁছেছে। যেখানে আহতের সংখ্যা লক্ষাধিক।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, বৃহস্পতিবার পুরো লেবানন জুড়ে ইসরাইলের বর্বর হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ লেবাননে কমপক্ষে ৬ জন স্বাস্থ্যকর্মী নিহতের খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাস থেকে হামাসের হামলার পর ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নজিরবিহীন হামলা চলমান রেখেছে ইসরাইল। অন্যদিকে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহকে লক্ষ্য করে পুরো লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।
এম এইচ//