অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় দুই ভারতীয় নাগরিকসহ এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক বাংলাদেশি নীল দাস নরসিংদী জেলার বাসিন্দা।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার ভারতীয় দালালদের সাহায্যে নীল দাস ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। আটককৃতদের প্রথমে খোয়াই পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়। পরে বিদেশি আইন ও মানব পাচার আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার নীল দাস ও দুই ভারতীয় দালালকে স্থানীয় আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানানো হয়।
ত্রিপুরার সীমান্তে অবৈধ প্রবেশ রোধে বিএসএফ সম্প্রতি নজরদারি বাড়িয়েছে। গেলো সেপ্টেম্বরেই ৭০ জন বাংলাদেশিকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় আটক করা হয়।
উল্লেখ্য, ত্রিপুরায় এ বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রেলওয়ে পুলিশের মাধ্যমে ২৩৯ জন বাংলাদেশি ও ১৮ জন রোহিঙ্গাসহ মোট ২৫৭ জন বিদেশি নাগরিক এবং ৫৪ জন ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়েছে।
জেডএস/