ক্রিকেট

মোস্তাফিজকে ছেড়ে দিলো চেন্নাই

বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে ২০২৫ আইপিএলের জন্য রিটেইন (ধরে রাখা) করেনি চেন্নাই সুপার কিংস।  মেগা নিলামের আগে বাংলাদেশের বাঁহাতি পেসারকে ছেড়ে দিলো ফ্র্যাঞ্চাইজিটি। যার অর্থ, আইপিএলে দল পেতে আবারও নিলামে নাম ওঠাতে হবে তার। 

নিজেদের যে কজন ক্রিকেটারদের ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো, তাদের তালিকা জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর প্রায় দুই ঘণ্টা পর ধরে রাখা খেলোয়াড়দের নাম প্রকাশ করে চেন্নাই সুপার কিংস, যেখানে ছিলোনা মোস্তাফিজের নাম। 

আইপিএলের গত আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছিলেন মোস্তাফিজ। নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে টেনেছিল চেন্নাই।  পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ের হয়ে গতবার ৯ ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। শিকার করেছিলেন ১৪ উইকেট।   

 

এ সম্পর্কিত আরও পড়ুন মোস্তাফিজুর | রহমান | আইপিএলে