শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বাতকুচি গ্রামে ধানখেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত দশটার দিকে কৃষকদের ধানখেতে ফসল রক্ষায় দেয়া জেনারেটরের তারে জড়িয়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বন বিভাগের সূত্রে জানা যায়, গেলো এক সপ্তাহ ধরে ২৫-৩০টি হাতির একটি দল পাহাড় ও জঙ্গল থেকে গ্রামাঞ্চলে নেমে আসছে। দিনের বেলায় পাহাড়ের জঙ্গলে থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ধানখেতে চলে আসে তারা। এতে স্থানীয় কৃষকেরা ফসল রক্ষায় মশাল, ঢাক-ঢোল ও বিদ্যুতের তার দিয়ে ব্যবস্থা নিতে বাধ্য হন।
বাতকুচি চিলাপাড়া এলাকায় কৃষকেরা ৪০-৫০ একর ধানের ক্ষেত ঘিরে রেখেছিলেন জেনারেটরের তার দিয়ে। বৃহস্পতিবার রাতে হাতির দল সেই ক্ষেতের কাছে আসলে একটি হাতি ওই তারে আটকে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বন বিভাগের কর্মীরা রাতেই ঘটনাস্থলে পৌঁছে জেনারেটরটি জব্দ করেন।
এ বিষয়ে মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মৃত হাতিটির ময়নাতদন্ত করা হবে এবং এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
জেডএস/