তথ্য-প্রযুক্তি

টিকটক প্রতিষ্ঠাতা ঝাং ইমিং চীনের সবচেয়ে ধনী ব্যক্তি

তথ্য-প্রযুক্তি ডেস্ক

টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং ছবি: সংগৃহীত

চীনের ধনীদের তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং।  বর্তমানে ৪৯.৩ হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে প্রথমবারের মত ‘হুরুন চায়না রিচ লিস্ট’ ২০২৪-এর শীর্ষ স্থানে অবস্থান করছেন ৪১ বছর বয়সী এই ধনকুবের । এই তালিকায় ৪৭.৯ হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে বোতলজাত পানি ও সফট ড্রিংক প্রতিষ্ঠান নংফু স্প্রিংয়ের মালিক ঝং শানশান দ্বিতীয় অবস্থানে রয়েছেন।    

সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি'র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

ঝাং ইমিং ২০১২ সালে বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন।  তিনি ২০২১ সালে কোম্পানিটির প্রধান নির্বাহীর পদ থেকে সরে আসেন।  তবে  কোম্পানির ৫০ শতাংশেরও বেশি মালিকানা এখনো তার হাতে রয়েছে, যা তাঁকে কোম্পানির অন্যতম নিয়ন্ত্রক হিসেবে ধরে রেখেছে।

২০২৩ সালে বিশ্বজুড়ে টিকটকের জনপ্রিয়তা বাড়তে থাকায় বাইটড্যান্সের রাজস্ব প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।  এই রাজস্ব বৃদ্ধিই ঝাং ইমিংয়ের সম্পদ বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে। যদিও যুক্তরাষ্ট্রে টিকটক বিভিন্ন আইনি চ্যালেঞ্জের সম্মুখীন, তবে এটি বিশ্বব্যাপী তাঁর কোম্পানির আয় বাড়াতে সক্ষম হয়েছে।

এদিকে, ২০২৪ সালে বিশ্বে চীনা বিলিয়নিয়ারদের সংখ্যা কমে এসেছে।  অন্তত ১ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ রয়েছে এমন ব্যক্তির সংখ্যা এখন ৭৫৩।  যা ২০২১ সালের তুলনায় এক তৃতীয়াংশ কম।   

অর্থনৈতিক মন্দা, পুঁজিবাজারের দুর্বল অবস্থা এবং বিশেষ করে আবাসন ও টেকসই জ্বালানি খাতের নেতিবাচক প্রভাবের কারণে অনেক ধনীর সম্পদ কমেছে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন টিকটক | ‘হুরুন চায়না রিচ লিস্ট