হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের ফলে সুপার এইট নিশ্চিত করেছে লাল-সবুজের দল।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করে শ্রীলঙ্কা। যেখানে উল্লেখযোগ্য সংগ্রহ এনেছেন, লিহুরু মাধুশানকা ৪৮ (১৭) রান , থানুকা দাবারে ৩২ (১২) রান।
বাংলাদেশের পক্ষে বল হাতে ২ উইকেট নিয়েছেন জিসান আলম।
১০৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ চেষ্টা করলেও তা পেরোতে পারেনি। জিসানের ব্যাটে ২৭ (১৩) রান আসে। মোহাম্মদ সাইফউদ্দিন এই ম্যাচেও দারুণ ব্যাট করেছেন, ১৭ বল খেলে ৪২ রান করে অপরাজিত ছিলেন। সোহাগ গাজী ২ বলে ১ ছক্কায় ৭ রান করে অপরাজিত ছিলেন। আবু হায়দার ও ইয়াসির আলী রাব্বি আশাব্যঞ্জক ব্যাটিং করতে পারেননি।
শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৮৯ রান করতে পারে বাংলাদেশ।
শ্রীলঙ্কার পক্ষে বল হাতে লাহিরু সামারাকুন ২ উইকেট সংগ্রহ করেছেন।
এম এইচ//