ইসরাইলের রাজধানী তেল আবিবে দেশটির একটি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার (২ নভেম্বর) তুরস্ক ভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে , তাদের যোদ্ধারা তেল আবিবের উপকন্ঠে গ্লিলট সামরিক ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের অন্যতম প্রধান গোয়েন্দা অবকাঠামো এবং ইসরাইলি সেনাবাহিনীর ইউনিট ৮২০০-এর আবাসস্থল হিসেবে গ্লিলট সামরিক ঘাঁটিটি পরিচিত। এই ইউনিটটি সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করে থাকে।
এছাড়াও, এই ঘাঁটিতে একটি সামরিক গোয়েন্দা স্কুল এবং ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তর রয়েছে।
জেডএস/