আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ছয় বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

আমেরিকার নির্বাচনী প্রাঙ্গণে এবার ছয়জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী তাদের নিজ নিজ স্টেটের প্রতিনিধিত্ব করতে লড়ছেন। টানা কয়েকবার নির্বাচিত এই প্রার্থীরা তাদের অভিজ্ঞতা ও দক্ষতায় নিজ নিজ অঞ্চলে স্থায়ী জায়গা তৈরি করেছেন।

প্রথমেই আছেন জর্জিয়ার ডিস্ট্রিক্ট-৫ থেকে কিশোরগঞ্জের সন্তান শেখ এম রহমান। টানা চতুর্থবারের মতো সিনেটর হতে চান তিনি। জর্জিয়া একই স্টেটের ডিস্ট্রিক্ট-৭ থেকে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন নোয়াখালীর সন্তান  নাবিলা ইসলাম।

কানেক্টিকাটের ডিস্ট্রিক্ট-৪ থেকে লড়ছেন চাঁদপুরের মাসুদুর রহমান। ভার্জিনিয়ার সিনেট ডিস্ট্রিক্ট-৩৭ থেকে ভোটের ময়দানে আছেন নোয়াখালীর আরেক সন্তান সাদ্দাম সেলিম। এরা সবাই ডেমোক্র্যাট প্রার্থী, যারা স্থানীয় পর্যায়ে বাংলাদেশি অভিবাসীদের গর্বিত প্রতিনিধিত্ব করছেন।

অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ারের স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভ পদে রিপাবলিকান প্রার্থী হিসবে ষষ্ঠবারের মতো রকিংহ্যাম ডিস্ট্রিক্ট-২০ থেকে লড়ছেন পিরোজপুরের সন্তান আবুল বি খান

জেডএস/